বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩ জন

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Dengue
একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩ জন/প্রতীকি ছবি/কোলাজ রাইজিং কুমিল্লা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৮৩৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৮৩৩ জনের মধ্যে ২৮৩ জন ঢাকা সিটি করপোরেশনের এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৮ হাজার ৮৪৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু বর্তমানে সারা বছরই দেখা যাচ্ছে, তবে বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বাড়ে। তিনি ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি ব্যাপক প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

অন্যদিকে, কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধুমাত্র জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে মশা নিধন করা যাবে না। তিনি সঠিক জরিপ পরিচালনা করে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেই বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন