জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২০৪ জন

Rising Cumilla - Infected with dengue
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে অর্ধেকের বেশি (১০১ জন) বরিশাল বিভাগের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন রয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১০ হাজার ৩৩৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত সারাদেশে মোট ১১ হাজার ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯.১ শতাংশ পুরুষ এবং ৪০.৯ শতাংশ নারী। স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন