এপ্রিল ১৬, ২০২৫

বুধবার ১৬ এপ্রিল, ২০২৫

একটা সময় ব্যাংক অ্যাকাউন্টে পড়ে ছিল মাত্র ১৮ টাকা, সেই রাজকুমার এখন সিনেমা প্রতি নেন ৬ কোটি

Rajkummar Rao
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর জীবন এবার রূপালী পর্দায় জীবন্ত হতে চলেছে। আর সেই চরিত্রে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওকে। ‘রণ’ ছবিতে এক ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাঁর পথ চলা শুরু, সেই রাজকুমার আজ খ্যাতির শিখরে।

এক সময়ের কঠিন জীবন সংগ্রামের সঙ্গী ছিল পার্লে-জি বিস্কুট আর ফলের চা। নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে জানা যায়, একটা সময় রাজকুমারের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে ছিল মাত্র ১৮ টাকা। বন্ধুদের সাথে গাদাগাদি করে ছোট ঘরে দিন কাটাতেন, মাসের ভাড়া ছিল সাত হাজার টাকা। দু’বেলা ঠিকমতো খাবারও জুটত না।

ছোট শহরে বড় হওয়া, ফিল্মি জগতের কোনও পরিচিতি না থাকা সত্ত্বেও অভিনয়ের প্রতি তাঁর ছিল অগাধ টান। সেই টানেই দিল্লিতে থিয়েটার শিখতে প্রতিদিন ৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতেন তিনি। ২০১০ সালে রামগোপাল ভার্মার ‘রণ’ ছবিতে এক জন নিউজ রিডারের ছোট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন রাজকুমার।

সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রাজকুমারের জীবনে ছিল আর্থিক অভাব। কিন্তু অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা তাঁকে কখনও স্বপ্ন দেখা ছাড়তে দেয়নি। অভিনেতা হওয়ার স্বপ্নে মুম্বাই পাড়ি দিলেও পরিস্থিতি সেখানে আরও কঠিন হয়ে ওঠে।

তবে, দারিদ্র্যের চরম অন্ধকার থেকে নিজের চেষ্টায় আজ তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। ‘লভ সেক্স অওর ধোকা’ থেকে শুরু করে ‘শাহিদ’ (যা তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার), ‘কাই পো চে’, ‘বরেলি কি বরফি’-র মতো একের পর এক হিট সিনেমাতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে। এক সময়ের সমান্তরাল সিনেমার অভিনেতা তকমা ঝেড়ে ফেলে তিনি এখন বাণিজ্যিক ছবিরও পরিচিত মুখ। শোনা যাচ্ছে, বর্তমানে প্রতিটি সিনেমার জন্য প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

এবার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে রাজকুমারের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। ক্রিকেট মাঠের মহারাজ এবার রূপালী পর্দায় কতটা ঝড় তোলেন, সেটাই দেখার।