শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

একজন ড্রাগ-এডিক্টেড সাইকোর সাথে আমার বাচ্চা দুটি গৃহবন্দী: নীলা ইসরাফিল

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

নীলা ইসরাফিল/ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে অভিযোগ করেছেন, একজন “ড্রাগ-এডিক্টেড সাইকো”র সঙ্গে তার দুই সন্তান বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছে।

নিজের জীবনের নানা অভিজ্ঞতা উল্লেখ করে নীলা ইসরাফিল জানান, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। নোংরা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, আর এর জেরেই তাকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে।

পোস্টে নীলা ইসরাফিল বলেন, “আমি চাইলে আজই নতুন করে সুখের জীবন শুরু করতে পারি, কিন্তু করছি না। কারণ আমার মনে হয়, আমার এই দেশের জন্য কিছু করা জরুরি। এই দেশেই আমার দুটি সন্তান আছে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ যেন মায়েরাই তৈরি করে দিতে পারে, সেটাই আমার লড়াই।”

এনসিপির সাবেক এই নেত্রী অভিযোগ করেন, ২০ লক্ষ টাকা দিয়ে তার স্বামী তুষার-ইলিয়াসদের সঙ্গে যোগসাজশ করে তার ব্যক্তিগত বিষয়গুলো কুচ্ছিতভাবে প্রকাশ করেছে। আর এরই মধ্যে তার সন্তানরা এক মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির সাথে গৃহবন্দী হয়ে আছে।

তার দাবি, “আমি যদি নিজেকে গুটিয়ে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি যেমনটি আপনারা চান, তাহলে আমার এই দুটি সন্তানের জীবন কেমন হবে? তখন আর নিজেকে থামাতে পারি না। হয় লিখি, না হয় বলি।”

 

 

আরও পড়ুন