গত ঈদেও (ঈদুল ফিতর) টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও মিলতে পারে টানা ৫ দিনের ছুটি।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য মত দিয়েছেন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির অনেক সদস্য।
এটি বাস্তবায়ন হলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। এই হিসেবে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিন ছুটি পাবেন।
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।