নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

এইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। ছবি: ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সারে ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, আলী আহাম্মদ মেম্বার, সমাজসেবক এমরান হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জয়দল হোসেন, প্রীতিলতা দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, শফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, অলিউল্লাহ, ইমন হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, নাজমুল হোসেন, নাসরিন আক্তার, সিপিয়া পাল, বিপিএড ফখরুল ইসলাম মজুমদার , প্রদর্শক শাহজাহান আলীসহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, এইবছর এ কলেজ থেকে ৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান মমতাজী।