জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো

Exam
ছবি: সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। এর আগে ফরম পূরণের শেষ দিন ছিল ২৫ এপ্রিল।

আজ রোববার (২১ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের পর শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন ১৩ মে পর্যন্ত।

ঘোষিত সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে এবং বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।