নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

উর্বশী রাজনীতিতে? নেটমাধ্যমে কটাক্ষের ঝড়!

Urvashi Rautela
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণার সময় উর্বশী দাবি করেন যে, একটি রাজনৈতিক দল তাকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে।

একইসঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর প্রস্তাব। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কিনা, তা নিয়ে ভাবনায় পড়েছেন।

উর্বশীর একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, “রাজনীতিতে পা রাখব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।”

ভিডিওতে উর্বশীর এমন অনুরোধে অনেকেই তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কী নামব না।’

অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন।

উল্লেখ্য, উর্বশীর হাতে এখন বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।