কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদেই একক প্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২১ এপ্রিল) এ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনজনই।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিন প্রার্থী হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হোসনেয়ারা বেগম বকুল।
প্রসঙ্গত, এই তিন প্রার্থীই কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।
গতকাল রোববার সন্ধ্যায় কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গণমাধ্যমকে বলেন, আমরা যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করব। এরপর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া- এই তিন উপজেলায় নির্বাচন হচ্ছে। ২১ এপ্রিল অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়াম্যান পদে বরুড়ায় ৫ জন, সদর দক্ষিণে ৪ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৭ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ৩ জন ও আদর্শ সদরে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিন উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ২৯ জন প্রার্থী।
এদিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া তিন প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল ও অ্যাডভোকেট হোসেনেয়ারা বেগম বকুল ২০১৯ সালের ১৮ জুনের উপজেলা নির্বাচনেও বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবারই প্রথম নির্বাচন করছেন।