বলিউডের ‘ইশক জাদে’ গার্ল পরিণীতি চোপড়া ও পাঞ্জাবের এমপি রাঘব চাড্ডার বিয়ে ঘিরে সেজেছে রাজস্থানের উদয়পুর রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে রাঘব-পরিণীতির বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে।
জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। গায়ে হলুদ ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিয়ের প্রাথমিক পর্ব। এ দিন সকাল থেকেই চলবে খাওয়া-দাওয়া।
শোনা যাচ্ছে, বিয়ের মেনু সাজানো হয়েছে ভারতীয় খাবার এমনকি পাঞ্জাবি খাবারও। এছাড়া থাকছে উত্তর ভারতের রসনা। এমনকি, তালিকায় আছে পাঁচ রকমের বিরিয়ানি, ১৮ রকমের কাবাব। এছাড়াও কন্টিনেন্টাল খাবার। তার সঙ্গে থাকবে পরিণীতির পছন্দ ইটালিয়ান খাবারও।
এছাড়া প্রায় ১২ রকমের মিষ্টিও থাকবে। এবং সব অতিথিদের জন্য থাকবে বিশেষ সারপ্রাইজ, যা বিয়ের আগেই হাতে তুলে দেওয়া হবে।
পরিণীতি চোপড়ার বিয়ের সব অনুষ্ঠানেই মেয়ে মালতীকে নিয়ে উপস্থিত থাকবেন বোন প্রিয়াঙ্কা চোপড়া।কিন্তু অভিনেত্রীর আদরের জামাইবাবু নিক জোনাস থাকবে না। কারণ সম্প্রতি বিয়ে ভেঙেছে নিক জোনাসের ভাই জো জোনাসের। এ নিয়ে জোনাস পরিবারে অশান্তির শেষ নেই। সে কারণেই এই বিয়েতে নিকের আসা হচ্ছে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC