
রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দেশ যখন শোকে স্তব্ধ, তখন এর ভয়াবহতা ছুঁয়ে গেছে চিত্রনায়িকা পরীমণিকেও। সোমবার দুপুরের এই দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানির ঘটনা, যার মধ্যে ২৫ জনই কোমলমতি শিশু, দেশজুড়ে এক শোকের মাতম সৃষ্টি করেছে।
এই মর্মান্তিক ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকেই, যার মধ্যে চিত্রনায়িকা পরীমণিও রয়েছেন। বিমান দুর্ঘটনার পর প্যানিক অ্যাটাকের শিকার হয়ে তিনি গতকাল রাতেই ভর্তি হয়েছেন এভারকেয়ার হাসপাতালে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি নিজেই তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই আগুনের প্রতি তার এক ধরনের ভীতি বা ট্রমা কাজ করে। কিন্তু উত্তরার ঘটনা এতটাই হৃদয়বিদারক ছিল যে, এর প্রভাব তিনি সামলাতে পারেননি।
পরী তার স্ট্যাটাসে লেখেন, “আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই।” তিনি আরও যোগ করেন, “গতকালকের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……!”
পরীমণির অসুস্থতার খবরে তার ভক্তরাও দুশ্চিন্তা প্রকাশ করেছেন। দুই সন্তানের জননী এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।