উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলটের বেঁচে ফেরার দৃশ্য দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে আজ সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
সেই বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট বেঁচে ফেরার দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আজ উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার নয়।
প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৯ মে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার দৃশ্য।
এছাড়া, দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উত্তরায় মাইলস্টোন কলেজের ভবনে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাফ্যাক্ট এই ভিডিও দাবিকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC