
রাইজিং কুমিল্লা অনলাইন
দেশজুড়ে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এখন বেশ ভালোভাবেই শীত নেমে এসেছে। ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়া মিলে তৈরি হয়েছে শীতের আমেজ। শীতের এই আগমনী বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন (শনিবার) ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, “দিনের দৈর্ঘ্য কমে আসছে, আর এর সঙ্গে তাপমাত্রাও ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। আজ সকালে ঢাকাসহ বেশিরভাগ জায়গায় হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে শীত কিছুটা জোরে পড়ছে, তবে চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে।”
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC