
রাইজিং ডেস্ক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এখনই না নিতে কলেজগুলোকে নির্দেশ দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
রবিবার (৯ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।
নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে বোর্ড।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই দোহাই দিয়ে বহু কলেজ এখনই (নভেম্বরে) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত টেস্ট পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি।
২০২৬ সালের শুরুর দিকে টেস্ট পরীক্ষা আয়োজন করা হতে পারে ধারণা দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, টেস্ট পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।
সবগুলো শিক্ষা বোর্ডই এ নির্দেশনা দেবে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।
তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, আমরাও (কুমিল্লা বোর্ড) আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, যার ফল প্রকাশ হয় মার্চে। এরপর ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC