দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও এক দীর্ঘ ছুটিতে যাচ্ছে। ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষার রেশ কাটতে না কাটতেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের এই ছুটি, যা চলবে ১৯ জুন পর্যন্ত।
তবে, দীর্ঘ ছুটির কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শিক্ষা মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ঈদুল আজহার আগে আগামী ১৭ মে এবং ২৪ মে, দুই শনিবারই সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাপ্তরিক কাজের সুবিধার্থে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এই দুই দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন থেকে, যা চলবে ১২ জুন পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে পবিত্র রোজা ও ঈদুল ফিতরের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় এক মাস বন্ধ ছিল। এপ্রিলের শুরুতে শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু হলেও, এর পরপরই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ঘটে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC