পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলো সরকার। চলতি মাসের বেতন আগামী ২৩ মার্চের মধ্যেই পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
এর মাধ্যমে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর সদস্যরা ঈদের আগেই তাদের বেতন হাতে পাবেন।
অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মাসের অবসর ভাতাও ২৩ মার্চ পরিশোধ করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC