
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদ উপলক্ষে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ রোধে পুলিশ বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এক গণসচেতনতামূলক বার্তায় কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নাজির আহম্মেদ খান বলেন, ঈদ আনন্দের উৎসব। তবে এ সময় মানুষের চলাচল ও কেনাকাটা বাড়ায় অপরাধের ঝুঁকিও থাকে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ সুপার নাজির আহম্মেদ খান।
পরিশেষে তিনি কান্দিরপাড় এলাকা বিভিন্ন সড়ক ও ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।