ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি নিলয়-হিমি। এই জুটির নাটক মানেই অন্যরকম বিনোদন। নিলয়-হিমির রসায়ন বরাবরই লুফে নেন দর্শকরা।আসন্ন ঈদুল আজহায় পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় ‘মেজবানি ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন নিলয়-হিমি।
নাটকের দেখা যাবে, শুভ তার বন্ধুদের নিয়ে বিনা দাওয়াতে মেজবান খেতে ভীষণ ভালোবাসে। বলতে গেলে এটা এক ধরনের নেশা হয়ে গেছে।
কিন্তু তারা প্রত্যেকেই ভালো ফ্যামিলির ছেলে। তাই তারা ‘মেজবান’ নামে একটি ফেসবুক গ্রুপ করে। তবে একদিন শুভ যাকে ভালোবাসে তার খালার বাড়ি বিনা দাওয়াতে খেতে গিয়া ধরা পরে যায়। এতে ভীষণ লজ্জাও পায় সে।
এ দিকে রাতে নিপা তার বাড়িতে খাবার পাঠায়। প্রেম এগোতে থাকে শুভ-নিপার। কিন্তু নিপার কাছে বিনা দাওয়াতে মেজবান খাওয়ার নালিশ আসে। তাই তাকে শাসন করার জন্য বিয়ে করে শুভকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
ঈদের তৃতীয় দিন রাত ১১টায় মেজবানি ভালোবাসা’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC