আসন্ন ঈদ উপলক্ষে ঢাকাই বিনোদন জগতে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছেন তিনি 'রঙিলা কিতাব' নামের একটি ওয়েব সিরিজ নিয়ে।
সিরিজটির একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে হইচই ও পরীমনি। প্রোমোতে পরীকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। 'রঙিলা কিতাব' নিয়ে পরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আসলেই জানতে চাও? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ!"
'রঙিলা কিতাব' কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
'গুণিন' সিনেমার সেটে সহ-অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান পদ্ম, দাম্পত্য কলহ অতঃপর বিচ্ছেদ - সব মিলিয়ে বহুল আলোচিত একজন অভিনেত্রী পরীমনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের 'ফেলুবকশি' সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি। ছবিতে ভারতের জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে পরীর রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC