বাংলা নাটকের এই সময়ের আলোচিত মুখ অপূর্ব। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। অপরদিকে সাফা কবিরও অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছন এবং অনেক সুন্দর সুন্দর নাটক উপহারও দিয়েছেন।
এবার কুরবানি ঈদে ফের জুটি বেঁধে পর্দা মাতাবেন এই দুই তারকা। হামেদ হাসান নোমানের রচনা ও পরিচালনায় ‘মিথ্যা বলা বারণ’ নাটকে অভিনয় করেছেন তারা।
নাটকের গল্পে দেখা যাবে, নাবিদ ও নীলা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু প্রতিনিয়তই নাবিদের মিথ্যা কথা বলাটা একেবারেই পছন্দ নয় নীলার। মূলত সম্পদের লোভে পড়ে নীলাকে প্রেমের জালে ফাঁসায় নাবিদ।
এ দিকে নাবিদ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। সেখানেও কথায় কথায় এত বেশি মিথ্যে বলে যে, সত্যটা তার কাছে রীতিমতো হার মেনে যায়।সে সব জায়গায় মিথ্যা বলে।
তবে এক পর্যায় গিয়ে নীলা বুঝতে পারে যে, নাবিদ সম্পদের লোভে তার সঙ্গে প্রেম করেছে।তার সঙ্গে সবসময় মিথ্যা বলে। তাই নীলা সিদ্ধান্ত নেয় যে, তার সঙ্গে সম্পর্ক রাখবে না
কিন্তু মিথ্যা বললেও নাবিদ সত্যিই ভালোবাসে নীলাকে। এভাবেই চলতে থাকে তাদের নাবিদ-নীলার ভালোবাসার গল্প।
তবে তাদের ভালোবাসার শেষে কি হলো তা দেখতে চোখ রাখতে হবে আরটিভির ঈদ আয়োজনে। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC