২০২৫ সালের ঈদুল ফিতরে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা 'বরবাদ' আর অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশোর দ্বিতীয় বড় পর্দার সিনেমা 'দাগি' মুক্তির কথা চলছে। এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে আলোচনায় এসেছিলেন এই দুই তারকা।
জানা গেছে, শাকিব খানের ‘বরবাদ’ ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। অ্যাকশন ঘরানার ছবিটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এতে অভিনয় করছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়া আইটেম গানে দর্শকদের নজর কাঁড়তে থাকবেন নুসরাত জাহান। ছবিটির বাজেট প্রায় ১৫ কোটি টাকা, যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড!
জানা গেছে, আফরান নিশোর ‘দাগি’ ছবিটিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। সুনেরাহ বিনতে কামালও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে নিশোর চরিত্রকে কেন্দ্র করে মুক্তি ও প্রায়শ্চিত্যের একটি গল্প উপস্থাপন করা হবে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় ‘দাগি’ সিনেমার পরিচালনা করছেন শিহাব শাহীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC