ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক ‘নিজের খেয়াল রেখো’। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক।
এই গল্পে কেউই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে প্রিয় মানুষটির ভালো হোক।
নির্মাতা জাকারিয়া সৌখিন গণমাধ্যমকে বলেন, ‘এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচেয়ে বড় জয় পায়।
কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে, নিজের খেয়াল রেখো। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।’
কেয়া পায়েল বলেন, ‘শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা। উনি সাথে আগেও কাজ করেছি। আর মনোজ দা, জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। তাদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’
মনোজ বলেন, এ নাটকের গল্প দারুন। আশা করি দর্শকের ভালো লাগবে এবং জোভান বলেন, কেয়ার সঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছে। ভালো অভিনয় করে সে। আর এ নাটকে আমরা দারুণ কাজ করেছি। আমার বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন।
আগামী ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC