অনেকদিন ধরে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে কেউ কখনো মুখ খোলেননি।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নানা খুনসুটি এবং রায়হান রাফির পরপর কিছু সিনেমায় তমা মির্জার অভিনয়ের পর থেকেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন জাগলো।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তমা-রাফির কাছে জানতে চাওয়া হয়, বন্ধুত্ব-প্রেমে তো অনেকদিন আছেন। বিয়ে কবে করছেন?
এর জবাবে হাসি দিয়ে রাফি বলেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাব! তো আমরাও ঈদের পর জানাব।’
এসময় তমাকে নিয়ে এই নির্মাতা জানান, ‘ওর রাগ বেশি। রাগলে অনেক চিৎকার করে। আর ইংরেজিতে কথা বলে অনেক।’
ঈদে মুক্তি পাচ্ছে রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে অভিনয় করেছেন তমা। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরইমধ্যে বেশ পোস্টার, আইটেম সং প্রকাশ করে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC