
ঈদের টানা নয় দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কুমিল্লাবাসী। আজ থেকে খুলেছে অফিস-আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে।
কুমিল্লার প্রধান সড়কগুলোতে বেড়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা। ঈদের ছুটির কারণে ফাঁকা সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসেই কুমিল্লার সড়কগুলোতে ফিরতে শুরু করেছে তার চিরচেনা দৃশ্য। আজ থেকে স্কুল-কলেজগুলোও খুলছে।
রোববার (৬ এপ্রিল) কুমিল্লার কান্দিরপাড়, ঝাউতলা, টমসম ব্রিজ, রাজগঞ্জ মোরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় পরিবহন বৃদ্ধি ও কোথাও কোথাও যানজট দেখা গেছে। সকাল সাড়ে ৯টার পর থেকে সড়কে যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় পরিবহনের চাপ।
চাঁদপুর থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী হেলাল উদদীনের সঙ্গে কথা হয় রাইজিং কুমিল্লার। তিনি বলেন, ‘ঈদের কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলাম। সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত দুই দিন ছুটি নিয়েছিলাম। সেটা শেষ করে আজ কুমিল্লায় ফিরলাম। আজ থেকেই অফিস করছি।’
এদিকে সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে তৎপর থাকতে দেখা গেছে।