প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের পর কুমিল্লায় ফিরতে শুরু করেছে বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদে গ্রামে যাওয়া বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ।
বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই কুমিল্লার অন্যতম প্রবেশপথ জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, শাসনগাছা বাসস্ট্যান্ড ও কুমিল্লা রেলস্টেশন এলাকায় নগরবাসীর ঘরে ফেরার চিত্র দেখা গেছে।
সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই কুমিল্লায় ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে।
শাসনগাছা বাসস্ট্যান্ডে কথা হয় চাকরিজীবী রহমান মিয়ার সাথে। তিনি বলেন, "পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে আজ কুমিল্লায় ফিরছি। ঈদের আনন্দ তো শেষ, এখন আবার কাজের ব্যস্ততা।"
কুমিল্লা রেলস্টেশনে আগত যাত্রী মর্জিনা বেগম বলেন, "গ্রামে খুব আনন্দ করে ঈদ উদযাপন করলাম। কিন্তু এখন তো আবার নিজের কর্মস্থলে ফিরতে হবে। তাই একটু খারাপ লাগছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC