ঈদ মানেই তো আনন্দ, আর সেই আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফেরা শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আগে পরিবারকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে অনেকেই আগেভাগে যাত্রা শুরু করেছেন।
সরেজমিনে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীদের চোখেমুখে ছিল ঘরে ফেরার আনন্দ। তবে, ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে কিছুটা ক্লান্তও হয়ে পড়েন তাঁরা।
স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত মোট ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
যাত্রীরাও স্টেশনের পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন যাত্রী জানান, ঈদের আগে অতিরিক্ত ভিড় এড়াতে তারা আগেভাগেই যাত্রা শুরু করেছেন।
স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরের টিকিট যাচাই করা হচ্ছে।
এছাড়া, আরএনবি ও রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সব মিলিয়ে, ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করার জন্য কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC