আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন নকশার ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোটগুলো শিগগিরই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) এই নোটগুলো ছাপানোর কাজ শুরু করেছে এবং তা প্রায় শেষ পর্যায়ে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে। তিনি বলেন, "নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।"
তবে ঠিক কোন নোট কোন দিন আসবে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
কেন্দ্রীয় ব্যাংকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করে জানান, নতুন এই নোটগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এর পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং পূর্বের নকশা ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, গত ঈদুল ফিতরের আগে টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে নতুন নোট ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক।
ওই কর্মকর্তা আরও জানান, ২০ টাকার নোটের ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে এই নোটটি বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এর পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট হস্তান্তর করা হবে। তবে ঠিক কবে এই নোটগুলো বাজারে ছাড়া হবে, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখা থেকে নতুন নোটগুলো সরবরাহ করা হবে। এরপর দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতেও এই নোটগুলো পাওয়া যাবে। ঈদের ছুটি শুরুর আগে সীমিত সংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে, নতুন টাকার যে চাহিদা, তার তুলনায় ছাপা কম হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC