আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে যাচ্ছে। রেলওয়ের পূর্বাঞ্চল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডেপুটি সিওপিএস তারেক মুহম্মদ ইমরান গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের সুবিধার্থে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।
আগামী ৩১ মের যাত্রার টিকিট ২১ মে বিক্রি করা হবে। এরপর ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের, ২৫ মে ৪ জুনের এবং ২৬ ও ২৭ মে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট পাওয়া যাবে।
অন্যদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। ওই দিন ৯ জুনের টিকিট বিক্রি করা হবে। ৩১ মে ১০ জুনের, ১ জুন ১১ জুনের এবং ২ জুন ১২ জুনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
এইবারের ঈদযাত্রায় রেলওয়ে পাঁচটি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে অংশগ্রহণের জন্য থাকছে দুটি বিশেষ ট্রেন। ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে চলাচল করবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬)’ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলবে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)’।
এছাড়াও, যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে দুটি রুটে তিনটি বিশেষ ক্যাটেল ট্রেন চালাবে। ‘ক্যাটেল স্পেশাল-১’ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আগামী ২ জুন বিকেল ৫টায় ছাড়বে এবং একই রুটে আরেকটি স্পেশাল ট্রেন ৩ জুন চলাচল করবে। ‘ক্যাটেল স্পেশাল-২’ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে।
টিকিট ক্রয় প্রক্রিয়া সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ গতবারের নিয়ম অনুসরণ করবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বেলা ২টা থেকে ইস্যু করা হবে। একজন যাত্রী ঈদ উপলক্ষ্যে অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে মোট চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদযাত্রার এই অগ্রিম ও ফেরত টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC