বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'ময়ূরাক্ষী' অবশেষে ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে। ছবিটির নির্মাতা চৌধুরী নিজাম নিশো শনিবার (১১ মে) নিজ ফেসবুকে ছবিটির একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন।
জানা গেছে, 'ময়ূরাক্ষী' একটি প্রেম ও প্রতারণার গল্পের চলচ্চিত্র যা একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ববি ও দীপ।
ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তূরী চৌধুরী।
সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা ও জাহিদ নিরব।
চৌধুরী নিজাম নিশো বলেন, "এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।"
'ময়ূরাক্ষী' আজ ইন্টারন্যাশনালের ব্যানারে প্রযোজনা করা হয়েছে। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC