ব্রেইন টিউমারে আক্রান্ত ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও 'নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে চলচ্চিত্র মহল থেকে সাধারণ ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। গত মাসের শেষদিকে অভিনেতার ছেলে মিরাজ মইন জয় এই খবরটি প্রকাশ্যে আনেন।
এই তারকা অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, চিত্রনায়িকা রোজিনা। কিছুদিন আগে রোজিনা তাকে দেখতে লন্ডনে গিয়েছিলেন। এছাড়াও, অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, খলঅভিনেতা ডিপজলসহ অনেকেই।
সেই ধারাবাহিকতায় এবার ফেসবুকের মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি ইলিয়াস কাঞ্চনকে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আখ্যা দিয়ে বলেন, ‘মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি চলচ্চিত্রের পাশাপাশি সমাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।।’
শাবনূর আরও যোগ করে লিখেছেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার অবদান অনন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আর আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি 'টার্গেট থেরাপি' নিচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC