প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।
গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা হবেন এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী।
চিঠিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চলুন একসঙ্গে কাজ করি।
প্রধান উপদেষ্টার চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বিপ্লব ঘটাবে, বিশেষ করে দেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য।
প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মাস্কের স্পেসএক্স দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন, যাতে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ আগামী ৯০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায়।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা এবং ইলন মাস্কের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। এতে তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC