ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।
শাকিবের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হওয়ার পরই ইধিকাকে দেবের নায়ক করেন কলকাতার নির্মাতা সুজিত দত্ত। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা। বক্স অফিসেও সাড়া ফেলে এটি। আপাতত, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।
ইধিকার ক্যারিয়ার এখন ঝলমলে হলেও তার এই যাত্রা মসৃণ ছিল না।
সেই অতীত মনে করে ভারতীয় গণমাধ্যমে ইধিকা পাল বলেন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারপাশের যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি।
ইধিকা এখন বিশ্বাস করেন, অদৃশ্য গণ্ডি ভাঙতে পেরেছেন। তার ভাষায়, এখন মনে হয়, সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারেন। গর্বের সঙ্গে বলতে পারেন, ইধিকা তো পেরেছে, আমি কেন পারব না!
উল্লেখ্য, ইধিকার হাতে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘বরবাদ’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-ইধিকা। এটি পরিচালনা করছেন বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়।
গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC