মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করছে সৌদি আরব। দেশটির প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় অংশ নেবেন ২৭ বছর বয়সী সুন্দরী মডেল রুমি আল কাহতানি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।
রুমি আল কাহতানি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। পোস্টে দেখা যায় সৌদি সুন্দরীর হাতে সৌদি আরবের পতাকা।
সোমবার ইনস্টাগ্রাম পোস্টে রুমি আল কাহতানি বলেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করব।
রুমি আল কাহতানি আরও বলেন, ‘‘মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।’’
আলকাহতানির জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদে। তিনি এর আগেও কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC