এপ্রিল ৭, ২০২৫

সোমবার ৭ এপ্রিল, ২০২৫

ইউটিউব ট্রেন্ডিংয়ে এখনো সাড়া জাগাচ্ছে জোভান-তটিনীর যে ঈদ নাটক

Rising Cumilla - Farhan Ahmed Jovan-Tanjim Saiyara Totini
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘তোমাদের গল্প’। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদের দিন বিকেলে মুক্তি পাওয়ার পর নাটকটি এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে। মাত্র চার দিনেই নাটকটি ৫০ লাখের বেশি ভিউ পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শহুরে যুবক রাতুলের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া এবং সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই এই নাটকের গল্প। রাতুল চরিত্রে ফারহান আহমেদ জোভানের অসাধারণ অভিনয় দর্শকদের মন কেড়েছে। তার সঙ্গে চাচাতো বোন তুলির মিষ্টি প্রেমের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ও প্রশংসিত হয়েছে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। এই নাটকের মাধ্যমে পরিচালক যৌথ পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

নাটকের অন্যতম আকর্ষণ এর গান ‘মায়াজাল’। আরফিন রুমির মন মাতানো সুর ও সঙ্গীত দর্শকদের হৃদয় ছুঁয়েছে। জনি হকের লেখা গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

দেশ-বিদেশের অসংখ্য দর্শক ইউটিউবে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন। অনেকেই যৌথ পরিবারের গল্প এবং শিল্পীদের অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন।