মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫

আহত শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যত ধরনের প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনে আহত শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনও রকমের ঘাটতি থাকবে না। কিন্তু কোনও কিছুর বিনিময়ে আমরা যা কিছু আজ হারিয়েছি, সেই শোক পূরণ করার মতো না।

সোমবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে এসে তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, আজ আমাদের ইতিহাসে বিরাট বড় একটা ট্রাজেডির দিন। এত বড় বিয়গান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটেনি। উত্তরায় মাইলস্টোন স্কুলে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছে; এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, চিকিৎসক সমাজ সবাই শোকাহত।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফোন করে আহতদের খোঁজ নিচ্ছেন। যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের সবার পাশে আমরা দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সব ব্যবস্থা নেবো। এই ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখবো।

আরও পড়ুন