জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস

RisingCumilla.Com - Dr. Yunus went to the neuroscience hospital to inquire about the injured
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) গত জুলাই ও আগস্টে ছাত্র অভ্যুত্থানে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর গুলিতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, হাসপাতালটিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যারয়ের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা হাসপাতালটি পরিদর্শন করে তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন।

হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন চার শিক্ষার্থী। উপদেষ্টা তাদের দেখতে আসেন। ঐ চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান এ চিকিৎসক।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় হাসপাতালটির যুগ্ম পরিচালক বদরুল আলমসহ অন্যান্য চিকিৎসকরা ।