শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে নুরুল হক নুরের বার্তা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Nurul Haque Nur's message welcoming Asif Mahmud
আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে নুরুল হক নুরের বার্তা/ছবি: সংগৃহীত

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

পোস্টে নুরুল হক নুর লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। তিনি ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখনো অফিশিয়ালি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও লেখেন, “দায়িত্বে থাকলে মানুষের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো তিনিও কিছু ভুল করেছেন। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।”

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে আলোচনা চলমান আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

আরও পড়ুন