ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

আসন্ন বিপিএলের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব

Shakib will play for Rangpur Riders in the upcoming BPL
আসন্ন বিপিএলের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে। আসন্ন আসরকে সামনে রেখে চলতি মাসেই অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তার আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগেই এবার সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

নিজেদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

তিনি জানান, ‘আমি অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।’

গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে ৩জনকে ধরে রেখেছে তারা। এই তালিকায় আছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

এ প্রসঙ্গে ইশতিয়াক আরও বলেন, ‘সাকিব আল হাসান ছাড়াও আমাদের তিনজন রিটেনশনের মধ্যে রয়েছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। আমরা এ বছর বেশ কিছু নামিদামি তারকাকে সাইন করিয়েছি। কারণ আমরা এবার বদ্ধ পরিকর শিরোপা পুনরুদ্ধার করবো।’