
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর! অবশেষে আসন্ন ৪৮তম স্পেশাল (বিশেষ) বিসিএস পরীক্ষা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও এই বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডার নাকি স্বাস্থ্য ক্যাডার- কোনটিতে নিয়োগ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি, তবে পরীক্ষার কাঠামো ও নম্বর বণ্টন সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিদ্যমান বিধিমালা সংশোধন করে ৪৮তম বিশেষ বিসিএস সম্পর্কে একটি আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী, মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার মানবণ্টন ও সময়সীমা:
লিখিত পরীক্ষার জন্য মোট ২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে, ২০০ নম্বরের প্রশ্ন থাকবে সাধারণ বিষয়ের ওপর এবং বাকি ১০০ নম্বর সংশ্লিষ্ট ক্যাডার ও পদের প্রাসঙ্গিক বিষয় থেকে আসবে।
-
সাধারণ বিষয় (২০০ নম্বর):
- বাংলা: ২০ নম্বর
- ইংরেজি: ২০ নম্বর
- বাংলাদেশ বিষয়াবলি: ২০ নম্বর
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর
- মানসিক দক্ষতা: ১০ নম্বর
- গাণিতিক যুক্তি: ১০ নম্বর
-
সংশ্লিষ্ট ক্যাডার ও প্রাসঙ্গিক বিষয়: ১০০ নম্বর
নেগেটিভ মার্কিং:
অন্যান্য বিসিএসের মতোই, এই বিশেষ বিসিএসেও নেগেটিভ মার্কিং থাকছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।