দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি। পাকিস্তানে আয়োজিত হবে কি না এই টুর্নামেন্ট, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রফির বিশ্বভ্রমণ অব্যাহত রয়েছে। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব চলছে।
বাংলাদেশে চারদিনের জন্য থাকবে ট্রফিটি। আগামীকাল, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এরপর ঢাকায় নিয়ে আসা হবে ট্রফিটি। ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য ট্রফিটি রাখা হবে। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।
এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই ভ্রমণপর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তানে যায় ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছেই ছিল এটি। আজ এসেছে বাংলাদেশে।
উল্লেখ্য, পাকিস্তানে আয়োজিত হবে কি না এই টুর্নামেন্ট, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রফির বিশ্বভ্রমণ অব্যাহত রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC