আলু চাষিদের লোকসান ঠেকাতে হিমাগার গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণসহ পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে সরকার।
বুধবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কম হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, কোল্ড স্টোরেজ গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে, ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে। এই আলু আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে, যাতে বাজারে আলুর সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকে।
এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে গঠিত একটি পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে। কৃষি সচিবের নেতৃত্বে চার সদস্যের এই কমিটিতে বাণিজ্য, খাদ্য এবং অর্থ বিভাগের সচিবরাও সদস্য হিসেবে ছিলেন।
ভবিষ্যতে যাতে কৃষকরা এমন পরিস্থিতিতে না পড়েন, সেজন্য আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC