আজকালকার ডিজিটাল জীবনে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট বা ইমেলের জন্য অসংখ্য আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হয়। এতগুলো পাসওয়ার্ড মনে রাখা যেন এক বিশাল চ্যালেঞ্জ! আর ভুলে গেলেই তো 'Forgot Password'-এর সেই বিরক্তিকর প্রক্রিয়া।
এই সমস্যার সহজ এবং নিরাপদ সমাধান নিয়ে এসেছে গুগল: Google Password Manager। একবার চালু করলেই আপনার সব পাসওয়ার্ড সুরক্ষিতভাবে আপনার সঙ্গে থাকবে, এবং স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) লগইন করতে সাহায্য করবে।
Google Password Manager হলো গুগলের একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ পাসওয়ার্ড ব্যবস্থাপনা ব্যবস্থা। এটি আপনার সমস্ত পাসওয়ার্ডগুলোকে আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখে এনক্রিপ্টেড আকারে।
এরপর যখন আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করতে যাবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দেয়—নিরাপদে এবং ঝামেলামুক্তভাবে।
আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Password Manager চালু করা খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
কার্যকারিতা: এখন থেকে আপনি যখনই কোনো অ্যাপ বা ওয়েবসাইটে নতুন লগইন বা সাইন-আপ করবেন, গুগল নিজে থেকেই আপনাকে জিজ্ঞেস করবে পাসওয়ার্ডটি সেভ করতে চান কি না।
আপনার কম্পিউটার বা ল্যাপটপে Chrome ব্রাউজারের মাধ্যমে এটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
সুবিধা হল: আপনার পাসওয়ার্ড গুগল সুরক্ষিতভাবে সেভ রাখবে এবং আপনি যেকোনো ডিভাইস থেকে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করলেই পাসওয়ার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ (Auto-fill) হয়ে যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC