বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এর প্রভাব পড়তে পারে দেশের বাজারেও। ফলে দেশে শিগগিরই আরেক দফা বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৩ বা ২৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে
এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি।
তিনি জানান, সাম্প্রতি বিশ্ববাজারে আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ বিষয়ে আমরা সোমবার বৈঠকে বসার চেষ্টা করব। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC