
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই ভিসা নীতি অনুযায়ী, মোট ১০৭টি দেশের নাগরিকদের এখন থেকে দেশটিতে প্রবেশের আগে অবশ্যই ভিসা নিতে হবে। এই তালিকায় আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এই হালনাগাদের ফলে ইউএই ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে এবং দেশের নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী, এশীয় ও আফ্রিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ এই নিয়মের আওতায় এসেছে। এখন থেকে নিম্নলিখিত দেশগুলোর নাগরিকদের আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে-
পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া এবং টুভালু।
মোট ১০৭টি দেশের এই তালিকা ইউএই এর সুসংগঠিত অভিবাসন নীতির প্রতিফলন, যা দেশটিতে আগত ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল পূরণের নিশ্চয়তা দেয়।
হালনাগাদ নীতির পাশাপাশি ইউএই আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনিক ও নীতিগত বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষিদ্ধ দেশগুলো হলো: নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি।
এই নিষেধাজ্ঞা চাকরি ও পর্যটন—উভয় ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর এই বিধিনিষেধ পরিবর্তিত হতে পারে।
ভ্রমণকারীদের জন্য জরুরি পরামর্শ
যেসব দেশের নাগরিকদের এখন থেকে ভিসা নিতে হবে, তাদের জন্য ইউএই কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছে:
১. ভিসা আবেদন: আগেই ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে ভিসার জন্য আবেদন করুন।
২. পাসপোর্টের মেয়াদ: আবেদন করার আগে নিশ্চিত করুন যে, পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস আছে।
৩. প্রতারণা থেকে সতর্কতা: দ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকুন। ভিসা প্রতারণা এখনও একটি বড় সমস্যা।
৪. নিয়মিত আপডেট: ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করুন, কারণ কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনে নীতিমালা পরিবর্তিত হতে পারে।
সূত্র: সামাটিভি
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC