জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ নৈতিকতা ও নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অন্যতম সদস্য নীলা ইসরাফিল।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি দলের পদযাত্রা কর্মসূচিতে তাকে অংশ নিতে না দেওয়া এবং অভিযুক্ত নেতাকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত রাখা নিয়ে তীব্র সমালোচনা করেন।
নীলা ইসরাফিল লিখেছেন ‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে 'লেংটা' করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি? আমার প্রশ্ন খুব সোজা। এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয়, তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।’
নিজেকে এনসিপির জন্মলগ্ন থেকে একজন সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাস্তায়, মঞ্চে দাঁড়িয়ে তিনি দলের ভাবমূর্তি গঠনে কাজ করেছেন, কনসেপ্ট ও কনটেন্ট বানিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন—এইসব অবদানের পরেও কেন তাকে পদযাত্রা থেকে সরিয়ে দেওয়া হলো?
নীলা আরও বলেন, যখন একজন তুষার, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে, সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে... তখন প্রশ্ন উঠবেই—এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক?
নীলার প্রশ্ন— ভয়টা আসলে কাকে? আমাকে? না আপনারা নিজেদের মুখ দেখার?
উল্লেখ্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন নীলা ইসরাফিল। এর পরপরই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। তবে সারোয়ার তুষার এখনো বহাল তবিয়তে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC