
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে নতুন দেশাত্মবোধক গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গানটির কথা লিখেছেন খ্যাতনামা গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক মনোয়ার হোসাইন টুটুল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা, এবং রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন জিয়াউল হাসান পিয়াল।
আসিফ আকবর জানান, বাংলা সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার বেশ কিছু দ্বৈত গান থাকলেও, অডিও গানে এটি তাদের প্রথম যৌথ কাজ। তিনি বলেন, “সাবিনা আপার গায়কী এখনো আদি ও অকৃত্রিম। এই গানটি বাংলা গানের ভাণ্ডারে নতুন একটি দেশাত্মবোধক সংযোজন হতে যাচ্ছে।”
গানটির পরিকল্পনা ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন মোহাম্মদ হোসাইন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিগগিরই গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।