ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও পথ সভা করেন।
সোমবার বিকালে (০৮ সেপ্টেম্বর) কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে কৃষ্ণনগর স্কুল মাঠে লিফলেট বিতরণ শেষে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফুল মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম নুরুল আলম সরকারের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এম এ মান্নান।
পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র নেতা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, এমদাদ উদ্দিন খাদেম, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস, সাইদুল ইসলাম সাইদুল, মাজেদুল ইসলামসহ অন্যান্যরা।
এ্যাডভোকেট এম এ মান্নান বলেন, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। একটি দল চাচ্ছে নির্বাচন যাতে না হয়। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট আপনারা বাড়ি বাড়ি, জনে জনে পৌঁছে দিন। আপনারা দোয়া করবেন আমার দল যাতে আমাকে মূল্যায়িত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC