বুধবার ৮ অক্টোবর, ২০২৫

আমাদের স্বনির্ভর হতে হবে: প্রধান উপদেষ্টা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Muhammad Yunus
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা পরনির্ভর হতে চাই না। আমাদের যেই ডেডলাইন থাকুক না কেন, আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে।’

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। আমাদের যেন কোনো ধরনের দাসত্ব করতে না হয়। এটা পরিষ্কার যে, আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই। এ জন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে। পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে ‘

প্রেস সচিব বলেন, ‘আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে। তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।’

আরও পড়ুন