শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

আমরা এমন সরকার গঠন করতে চাই যে সরকারের সবাই ভালো: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - We want to form a government where everyone in the government is good-Mahmudur Rahman Manna in Chandina
আমরা এমন সরকার গঠন করতে চাই যে সরকারের সবাই ভালো: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না/ছবি: প্রতিনিধি

নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন- আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সকল ভাল মানুষ। আপনারা জনগণ কোন খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি।

স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে ।

সভায় প্রধান বক্তার বক্তৃতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ’৭১ এর মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের কর্মকান্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভুলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর আলসামছ ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সাথে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এখনও তারা সেই মানসিকতা ধরে রেখে নির্দ্বিধায় এদেশের মুক্তিযোদ্ধাদের নানা ভাবে লাঞ্ছিত করছে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করা আর ’২৪-এর গণঅভ্যুত্থান এক করে ভাবার কোন সুযোগ নেই।

পিআর পদ্ধতি নিয়ে সাবেক ওই প্রতিমন্ত্রী আরও বলেন- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগত ভাবে অগ্রহনযোগ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে! এসব বাদ নিয়ে সদ্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিকদলকে আহবান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকার সাথে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন