
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাদের দাম্পত্য সম্পর্কের ভাঙন নিয়ে নানা দাবি করা হয়, যা নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয় আলোচনা।
অবশেষে এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন তাহসান খান। শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
তাহসান খান জানান, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’
তার এই বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের সত্যতা নিশ্চিত হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন।










